প্রেস বিজ্ঞপ্তি ॥ সৈয়দ গোলাম মোস্তফা হোসাইনী চিশতি (রাঃ) উপলক্ষে দরবেশ মিয়া সাহেবের ৬৯ তম উরস মোবারক অনুষ্টিত। হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী হাবিলীতে দরবারে মোস্তফা পবিত্র উরস মোবারক ১৩৫৩ বাংলা হতে প্রতি বৎসর ৬ই ভাদ্র তারিখে বার্ষিক উরস অনুষ্টিত হয়ে থাকে। উক্ত উরসে ভক্ত মুরিদান দেশের বিভিন্ন জেলা থেকে উক্ত যোগদান করে। উরস মোবারকে ওয়াজ, নসিহত, মিলাদ মাহফিল, জিকির আসকার, শামার মাহফিলের মাধ্যামে সারারাত অতিবাহিত হয়। পরিশেষে আখেরি মোনাজাতের মাধ্যমে উরস মোবারকের সমাপ্তি ঘোষনা করা হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারে মোস্তফার গদিনিশীন পীরে কামেল হযরতুল আল্লামা সৈয়দ হাসান ইমাম হোসাইনি চিশতি। সৈয়দ গোলাম মোস্তফা হোসাইনী চিশতি (রাঃ) উপলক্ষে (দরবেশ মিয়া) সাহেবের সংক্ষিপ্ত জিবনী তৎকালীন সময়ে অত্র অঞ্চলে বাংলা ইংরেজি আরবী উদু ফারসীতে বুৎপত্তি অর্জন করেন। তিনি প্রথম ১৩৪০ বাংলায় বংসীয় নছব নামা রচনা করেন। তিনি নাসির উদ্দিন সিপাহ সালার (রাঃ) এর অধঃস্থ পুরুষ এবং কামেল ও আধ্যাত্বিক ব্যাক্তিত্ব।