স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে চাচাকে কুপিয়ে রক্তাক্ত করেছে ভাতিজা। বানিয়াচঙ্গ উপজেলার বানেশ্বর বিশ্বাস পাড়া (মোদক পাড়া) এলাকায় এ ঘটনাটি ঘটেছে। হামলাকারী ভাতিজা হচ্ছে-প্রমোদ চন্দ্র মোদক। আহত চাচার নাম বাদল চন্দ্র মোদক। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাদল মোদকের উপর এ হামলার ঘটনা ঘটে। বাদল মোদকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বানিয়াচঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।