বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আওয়ামীলীগের সাথে জামায়াত-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ১ জন গুলিবিদ্ধসহ অন্ততঃ ২০ জন আহত হয়েছে। রাত ৮টার দিকে উপজেলার মিরপুর চৌমুহনীতে শুরু হওয়ায় সংঘর্ষ চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ৮৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানান, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত কাদের মোল্লার রিভিউ আবেদন বাতিলের প্রতিবাদে মিরপুরে জামায়াত-শিবির মিছিল বের করে। এ সময় মিছিলের পাশ দিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতা পল্লব-এর সাথে মিছিলকারীদের বাদানুবাদ হয়। গতকাল রাত পৌঁণে ৮টার দিকে উপজেলা জামায়াতের আমীর কাজী আব্দুর রউফ বাহারকে ছাত্রলীগ নেতাকর্মীরা মারধোর করে। এ ঘটনার সূত্র ধরে রাত ৮টার দিকে উভয়প দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৮৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষকারীদের নিয়ন্ত্রণ করে। প্রায় দেড় ঘন্টার সংঘর্ষে উল্লেখিত পরিমাণ লোক আহত হয়। সংঘর্ষে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হান্নান নানু (৩৫), যশপাল গ্রামের আব্দুস শহিদ (৪০), পূর্ব রূপশংকরপুর গ্রামের জাহাঙ্গীর মিয়া (১৯) ও বানিয়াগাঁও গ্রামের শফিক মিয়া (২২)কে বাহুবল হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে গুরুতর অবস্থায় আব্দুল হান্নান নানুকে বাহুবল হাসপাতাল থেকে রেফার্ড করা হয়।