শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

বাহুবলে সিএনজি ধরপাকড় ছাত্র-ছাত্রীসহ যাত্রীদের ভোগান্তি

  • আপডেট টাইম বুধবার, ১৯ আগস্ট, ২০১৫
  • ৪৫৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের ২৫ কিলোমিটার ব্যাপী সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকায় পথে পথে যাত্রীদের চরম ভোগান্তি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে পুলিশ অটোরিকশা ধরপাকড় শুরু করে। এতে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়ক সংলগ্ন ৬টি বাজার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের বিকল্প পথ এবং যানবাহন না থাকায় ছাত্রছাত্রী সহ যাত্রীদের ইমা ও মেক্সি গাড়ির ছাদে-বাম্পারে ঝুঁকি নিয়ে ঝুলন্ত অবস্থায় চলাচল করতে দেখা গেছে। সম্প্রতি সড়ক পথ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধে কঠোর অবস্থান নেন। এরপর থেকে স্থানীয় পুলিশ প্রশাসন মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে অভিযান পরিচালনা করে। এতে মহাসড়কে অটোরিকশা চলাচল কিছুটা কমে গেলেও পুরোপুরি বন্ধ হয়নি।
মঙ্গলবার সকাল থেকে পুলিশ কঠোর হয়। হবিগঞ্জের এডিশনাল এসপি মোঃ শহিদুল ইসলাম ও বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেন পিপিএম-এর নেতৃত্বে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার লষ্করপুর থেকে সম্ভুপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার রুটে অভিযান শুরু করে।  বেলা ৪টার দিকে ওসি মোশাররফ হোসেন পিপিএম জানান, ওই রুট থেকে ২৩টি অটোরিকশা আটক করা হয়েছে। তিনি জানান, মহাসড়কের বশিনা, মিরপুর, দৌলতপুর ও ডুবাঐ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশনা কার্যকর করা হচ্ছে।
এদিকে, আটকাভিযানের ফলে মহাসড়কের লষ্করপুর থেকে সম্ভুপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার ব্যাপী অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। এ রুটে বাস, মেক্সি ও ইমা চলাচল নেই। শায়েস্তাগঞ্জ, মিরপুর, বাহুবল, ডুবাঐ, পুটিজুরী ও দ্বিগাম্বার বাজার সহ ১৫/১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে মহাসড়ক ছাড়া বিকল্প কোন রুটও নেই। এতে চরম বিপাকে পড়ে ছাত্রছাত্রী ও সাধারণ যাত্রীরা। এক পর্যায়ে এ রুটে কিছু সংখ্যক ইমা ও মেক্সি নামানো হলেও তা পর্যাপ্ত না হওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। কোথাও কোথাও নারী-পুরুষ যাত্রীদের ইমা ও মেক্সি গাড়ির ছাদ ও বাম্পারে ঝুলন্ত অবস্থায় যাতায়াত করতে দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com