প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা গ্রামে শাহ সৈয়দ সেলিম উদ্দিন এর জন্ম। শাহ সৈয়দ সেলিম উদ্দিন ২৪/০৭/১৯৭০ ইং তারিখে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভাল কামেল পীর। তিনি একজন আধ্যাত্মিক সাধক। তিনি বড়াব্দ কালা শাহ ফকির বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি হলেন কালা শাহ’র বংশধর। পীরজাদা শাহ সৈয়দ সেলিম উদ্দিন ছোট বেলা থেকে বহু দিন যাবত আধ্যাত্মিকতায় জয় লাভ করে আসছেন। তাহার জন্ম হয় বড়াব্দা জমিনের হযরত শাহ সৈয়দ কালা শাহ ফকিরের বসতভিটাতে। ওই কালা শাহ ফকিরের অনেক কেরামতি প্রকাশ দেখিয়ে গেছেন বলে আজও সাধারন মানুষ তাহার কথা ও কেরামতি মনে পড়ে। সারা দেশজুড়ে বিভিন্ন জায়গায় তাহার আন্তানা ও স্মৃতি রেখে গেছেন। যাহা বড়াব্দা কালা শাহ ফকির বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়। শাহ সৈয়দ সেলিম উদ্দিন এর পিতা মৃত হযরত শাহ সৈয়দ মধু শাহ ফকির, কলিম শাহ, পেরাই শাহ, সিদ্দিক শাহ, কালা পিরানী ওরফে আমিনা বিবি সহ অনেকেই শায়িত আছেন বড়াব্দা জমিনে। ওই সকল ওলীদের দরবার শরীফের মোতাওয়াল্লী হিসাবে বহু দিন ধরে দায়িত্ব পালন করে আসছেন পীরজাদা শাহ সৈয়দ সেলিম শাহ। সে একজন ভাল কামেল পুরুষ হিসেবে পরিচিত সারা দেশ জুড়ে। তাহার চলাফেরা, আচার-ব্যবহার সহ অনেক দিকতায় ভাল মনের মানুষ ও কামেল ফায়েজ হিসাবে জয়লাভ করেন। সারা দেশ বিখ্যাত কামেল পীর ক্বারী শাহ সৈয়দ আব্দুল জলিল এর কাছ থেকে ১২ বছর বয়সে সেলিম শাহ খেলাফত লাভ করেন। তাহার আদেশ নিষেধ মেনে ও মা-বাবার দোয়ায় ওই সেলিম শাহ আধ্যাত্মিকতার কাজে জয় লাভ করেন। তিনিই হলেন পীরজাদা শাহ সৈয়দ সেলিম শাহ। বড়াব্দা মাজার দরবার শরীফে হাজার হাজার ভক্ত আশেকানরা মিলাদ মাহফিল ও বাৎসরিক ওরস মাহফিলের আয়োজন করে আসছে। বড়াব্দা দরবার শরীফে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত আশেকানরা এসে ভীড় জমায়। আধ্যাত্মিক সাধক হওয়ার কারণে কুমারকাদা, বড়াব্দ সহ বিভিন্ন স্থানে আস্তানা গড়ে তুলেন পীরজাদা সেলিম শাহ। তিনি হযরত সৈয়দ কালা শাহ’র উত্তরসূরী হিসেবে তরিকতের কাজ করে আসছেন। তথা ভক্ত আশেকানদের মাঝে ওই ওয়ারিশান হিসাবে তরিকায়ের কাজ চালিয়ে যাচ্ছেন। বহু ভক্ত আশেকানরা পীরজাদা শাহ সৈয়দ সেলিম উদ্দিনের কাছে দোয়া চেয়েছেন। তিনিও ভক্ত আশেকান সহ সকলের কাছে দোয়া কামনা করেন।