স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে সন্দেহ ভাজন ঘুরা ফেরার সময় শালি-দুলা ভাইকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের ব্যাবিষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, দক্ষিণ সুনামগঞ্জের আছদ্দর আলীর পুত্র সাহেব আলী (৫০) ও সুনামগঞ্জ জেলার বনানী পাড়ার আক্তার হোসেনের স্ত্রী রুনা আক্তার লাকি (২৫)। তারা ওই সময় ভুলবশত পুলিশ সদস্যের বাসায় প্রবেশ করে। এ সময় পুলিশের সন্দেহ হলে পুলিশ তাদেরকে আটক করে থানায় সোপর্দ করে। এ ব্যাপারে ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, সন্দেহ জনক ভাবে তাদেরকে আটক করা হয়েছে। অভিভাকরা আসলে তাদেরকে ছেড়ে দেয়া হবে।