বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

হবিগঞ্জ পৌর আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০১৫
  • ৪৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদরের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, মোহাম্মদ আলী টিপু, মুকুল আচার্য্য।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লৎফুর রহমান তালুকদার, কৃষি বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, পিপি আকবর হোসেইন জিতু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক বোরহান চৌধুরী, কৃষকলীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রেজা, পৌর আওয়ামী লীগ সহ- সভাপতি রফিকুল ইসলাম, স্বপন লাল বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক হিরাজ মিয়া, দুলাল সুত্রধর, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, শেখ মো. মামুন, মাসুকুর রহমান, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ জেলা সাধারণ সম্পাদক এসএম নাবিউর রহমান, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক চৌধুরী রাজ, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, পার্থ সারথি রায়। শোকসভায় উপস্থিত ছিলেন, পৌর ও ওর্য়াড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বপরিবারের  নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা ও মিলাদ মাহফিলসহ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মো. আলমগীর হোসেইন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com