স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদরের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, মোহাম্মদ আলী টিপু, মুকুল আচার্য্য।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লৎফুর রহমান তালুকদার, কৃষি বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, পিপি আকবর হোসেইন জিতু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক বোরহান চৌধুরী, কৃষকলীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রেজা, পৌর আওয়ামী লীগ সহ- সভাপতি রফিকুল ইসলাম, স্বপন লাল বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক হিরাজ মিয়া, দুলাল সুত্রধর, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, শেখ মো. মামুন, মাসুকুর রহমান, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ জেলা সাধারণ সম্পাদক এসএম নাবিউর রহমান, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক চৌধুরী রাজ, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, পার্থ সারথি রায়। শোকসভায় উপস্থিত ছিলেন, পৌর ও ওর্য়াড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বপরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা ও মিলাদ মাহফিলসহ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মো. আলমগীর হোসেইন।