প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদের চাচাতো ভাই ও শ্যালক এবং সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ আবিদুর রহমান সাম্মুর অকাল মৃত্যুতে বিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক পালন করে। কর্মসূচির মধ্যে ছিল, ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী সম্মিলিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারত। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুকলা দেব নাথের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক সালেহ আহমেদ। মোনাজাত পরিচালনা করেন মৌলানা শিক্ষক মোঃ মুক্তার হোসেন। শোক সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।