প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সদস্য ও আলনূর সিটির কর্মচারী মোঃ আরিফ মিয়াকে শচীন্দ্র ডিগ্রি কলেজের ছাত্র সুমন হত্যাকান্ডের মামলায় জড়ানোর প্রতিবাদে হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের জেলা কার্যকরী কমিটি ও ঘাটিয়া বাজার আঞ্চলিক কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ই আগষ্ট শুক্রবার সংগঠনের ঘাটিয়া বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় এই নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়। পাশাপাশি কোন নির্দোষ ব্যক্তি যেন হয়রানীর স্বীকার না হয় সেদিকে লক্ষ রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয় এবং নিরীহ দোকান কর্মচারী মোঃ আরিফ মিয়াকে এই মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে জড়ানোর প্রতিবাদ জানানো হয়। এবং তার উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। এখানে উল্লেখ্য যে, ঘটনার সময় মোঃ আরিফ মিয়া ঘাটিয়া বাজার আঞ্চলিক কমিটির সাধারন সভায় উপস্থিত ছিলেন।