কেয়া চৌধুরী, সংসদ সদস্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকি আজ। জাতি আজ ভারাক্রান্ত মনে, জাতীয় শোক দিবস পালনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কালজয়ী আদর্শের দিকে এগিয়ে যাবার, শক্তি সঞ্চয় করবে। পৃথিবীতে এমন জাতি কমই আছে যে জাতি বঙ্গবন্ধুর মত মৃত্যুঞ্জয়ী নেতা পেয়েছে। পঁয়তাল্লিশ বছর পূর্বে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ার কাজে বঙ্গবন্ধু যখন, কাজ শুরু করেছিলেন। তখন পোড়া মাটি বাদে দেশে আর কিছুই ছিল না। যুদ্ধ বিধ্বস্ত বাংলার মাটিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধু সেদিনই বীজ বপন করেছিলেন সমৃদ্ধ বাংলাদেশের। ১৯৭২ সালে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান, সামর্থ ও জি.ডি.পি এর বৃদ্ধি মালয়শিয়া, কোরিয়া ও থাইল্যান্ডের সমপর্যায়ে ছিল। কিন্তু তাদের ছিল না ,বঙ্গবন্ধুর মত বিশ্বমানের কোন নেতা। যে কি-না নিজের জীবন ফাঁসির মঞ্চে সপে দিয়ে বাংলাদেশের স্বাধিনতার ভীত রচনা করেছিল। কিন্তু এমন মহান নেতাকে আমরা বাঁচাতে পারি নি। মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে নিহত হতে হয়েছে স্বপরিবারে। নিজ দেশে, মাতৃভূমির মাটিতে স্বাধীনতা বিরোধী শক্তি দ্বারা। যদি স্বাভাবিক গতিতে দেশ গড়ার কাজে বঙ্গবন্ধু সময় দিতে পারতেন। যদি অসময়ে বঙ্গবন্ধুকে চলে যেতে না হত, তবে মালয়শিয়া, কোরিয়া, থাইল্যান্ডের মত দেশ যারা কিনা, আজ থেকে বিশ বছর আগে, এল.ডি.সি ভূক্ত দেশে উন্নত বিশ্বের সুপানে পা রেখেছিল। বাংলাদেশও সেই তালিকার অগ্রভাগে থাকত। স্বাধীন বাংলার স্বপ্ন দ্রষ্টা শেখ মুজিবই জানতেন, বাংলাদেশ কি ভাবে উন্নত সমৃদ্ধ হতে পারে। কিন্তু বাস্তবতা হল; পচাত্তর পরবর্তী ইতিহাস যা কিনা বঙ্গবন্ধুর খুনিদের হাতে গড়ে ওঠা একটি অন্ধকার, অনুন্নত, অনগ্রসর বাংলাদেশের ইতিহাস। যে ইতিহাসে জাতির পিতাকে স্বপরিবারে হত্যাই নয়, ষড়যন্ত্র হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবরের আদর্শকে কফিন বন্দি করার। বিকৃত ইতিহাসের জৌলসি জীবনে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বঙ্গবন্ধুর খুনিরা, বাংলাদেশকে পিছিয়েছে রেখেছিল গোটা ২৯টি বছর। এই ২৯ বছর শুধু বাংলাদেশ পিছায় নি। মিথ্যা ইতিহাস দিয়ে গোটা একটি প্রজন্মকে পিছিয়ে দেওয়া হয়েছে। সুস্থচিন্তা, সুস্থ রাজনৈতিক দর্শন থেকে। ৭৫ পরবর্তি সময় থেকে শুরু করে জিয়া, এরশাদ, খালেদা জিয়া ও তত্ত্বাবধায়ক সরকারের প্রতিটি আমলই ছিল আওয়ামীলীগ তথা বঙ্গবন্ধু পরিবারের শেষ চিহ্ন- শেখ হাসিনার রাজনীতিকে চিরতরে স্তব্ধ করে দেবার চক্রান্ত। এই বিয়োগান্ত রাজনীতি বাংলাদেশকে শুধু ২৯ বছর পিছায় নি, পিছিয়েছে গোটা জাতির উন্নয়নের মানসিকতার স্তরকে। আমরা জাতি হিসেবে আজও পারি নি, বঙ্গবন্ধুর অজেয় আদর্শকে, তার আত্মত্যাগকে এক সুত্রে গেঁথে, মর্যাদার আসনে স্থান দিতে। বিকৃত রাজনৈতিক দর্শন আমাদের এখনও হানা দেয়। জ্বালাও পোড়াও হরতালের মধ্য দিয়ে চৌম্বকের মত, পিছনে ঠেলতে চায় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি। রাজনৈতিক কর্মসুচির নামে শিক্ষার্থীদের জিম্মি করে বিকলাঙ্গ আরেকটি প্রজন্ম তৈরি করতে উন্মত্ত রয়েছে, সাম্প্রদায়িক চেতনার একটি শক্তি। যারা বাংলাদেশের মাটিতে থেকে পাকিস্থানের স্বপ্ন দেখে। জনগণের ভোটের মর্যাদা নষ্ট করে বাংলাদেশকে পাকিস্থানের রূপরেখায় গড়তে চায়। তাদের প্রকৃত চেহারা সবার জানা। ১৫ই আগষ্ট শোক দিবসে জাতি যখন, বঙ্গবন্ধুর জন্য কাঁদে। রঙিন সাজে, বর্নাঢ্য আয়োজনে জন্মদিনের কেক কাটতে তারা দ্বিধা বোধ করে না। যারা রাজনীতির নামে, বছরের পহেলা দিন নতুন প্রজন্মের হাতে বিনামূল্যে বই বিতরনের দিন, রাজনীতির নামে; হরতাল ডাকে। গাড়ির চাকা বন্ধ করে ২৭ লক্ষ, এস.এস.সি ও এইচ.এস.সি শিক্ষার্থিদের পরিক্ষা বাতিলের কর্মসূচি দেয়। নতুন প্রজন্মের হাতে শিক্ষার আলো না দিয়ে অন্ধকার জগতে, ধাক্কা মেরে ফেলতে চায়। সেই ইঘচ-জামাতের সন্ত্রসি কর্মকান্ড আজ থেকে ৪০ বছর পূর্বের, ১৫ই আগষ্টের ট্রাজিডিকেই মনে করিয়ে দেয়। যারা ১৫ই আগষ্টের ট্রাজিডি ঘটায়। যারা আমার কৃষকের পেটে লাথি দেয়। যারা আমার শিক্ষার্থিদের জীবনকে বিপন্ন করে, রুগ্ন বাংলাদেশকে গড়তে চায়। সেই সকল কংকালসার রাজনীতিবিদকে আমরা ঘৃণা করি।
সব কিছুকে ছাপিয়ে, বঙ্গবন্ধুর অজেয় আদর্শ সদা সূর্যের মত উদীয়মান। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদের আওয়ামীলীগ আজ, বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। দীর্ঘ একুশ বছর যে আওয়ামীলীগকে, বিএপি-জামাত সরকার রাজনৈতিক ভাবে প্গংু করে দিতে চেয়েছিল। জননেত্রী শেখ হাসিনা বাঙ্গালীর আত্মপরিচয়কে আবার ফিরিয়ে এনেছেন। বাংলাদেশ আজ হেনরি কিছিঞ্জারের ভাষায়, ‘তলা বিহীন ঝুড়ি’ নয়। বরং টেকসই একটি অর্থনৈতিক ভীতের উপর মজবুত বাংলাদেশ। বিশ্বব্যাংক ঘোষিত নিম্ন মধ্যম আয়ের দেশ। জাতীয় আয়ের প্রবৃদ্ধি, আজ ৬.২ শতাংশ। বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ আজ নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতুর মত বিশাল প্রকল্প বাস্তবায়ন করতে পারে। ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা তথ্য প্রযুক্তিকে উন্মুক্ত করে, জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করে, জনগনকে দ্রুত সেবা দেওয়ার কাজ করে যাচ্ছেন। শেখড় সন্ধানি দল আওয়ামীলীগ, ১৯৭৪ সালে সীমান্ত চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে দীর্ঘ দিনের ছিটমহলবাসীদের অধিকার আদায় করতে পেরেছেন। মুক্তিযোদ্ধাদের জীবন মান উন্নয়নের মাধ্যমে, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে, নতুন প্রজন্মের হাতে শিক্ষাকে তুলে দিচ্ছে সরকারের সর্বোচ্চ পৃষ্ঠপোষকতায়। স্নাতক পর্যায় পর্যন্ত উপবৃত্তি দিয়ে, শিক্ষা ক্ষেত্রে ধনি-গরিবের অসমতাকে দূর করে, শেখ হাসিনার সরকার আলোর মিছিল বহন করে চলেছেন। প্রজন্মের দ্বারে। এই সেই প্রজন্ম, যে প্রজন্ম গড়বে, নতুন বিশ্ব,গড়বে দেশ। লাল সবুজের বাংলাদেশকে শিক্ষা, প্রযুক্তি ও মানবিকতায় গড়বে, দৃঢ় প্রত্যয়ে। জাতির জনকের ৪০ তম শাহাদত বার্ষিকীর শোককে, আমরা নতুনরাই শক্তিতে পরিণত করব। বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলব, উন্নত সমৃদ্ধ, সোনার বাংলাদেশে। যার ভীত হবে দেশপ্রেম, সততা ও নতুন প্রজন্মের কঠোর পরিশ্রম। আমরাই ১৫ই আগষ্টের শোককে শক্তিতে পরিণত করব, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাব, দৃঢ় প্রত্যয়ে।
জয় বাংলা।