এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত চয়ন দাশ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শুক্রবার দুপুরে তাকে লাইফ সার্পোটে রাখা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফের বড় ধরণের সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১০ আগষ্ট সোমবার বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে সম্ভল মিয়া নবীগঞ্জের চৌকি গ্রামের পিলু দাশের ফিশারীতে জোরপূর্বক মাছ ধরতে যায়। এতে পিলু দাশ বাধাঁ দিলে সম্ভল মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে এবং পিলু দাশকে প্রাণনাশসহ উচিৎ শিক্ষা দেয়ার হুমকী দেয়। এর জের ধরে গত বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে আবুল কালাম আজাদ ও মৃত সোলেমান মিয়ার ছেলে রব্বানী মিয়ার নেতৃত্বে প্রায় ২/৩ শ’ লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অরবিন্দু দাশের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। খবর পেয়ে পিলু দাশ ও চয়ন দাশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করলে উত্তেজিত লোকজন তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে চয়ন দাশের বুকে টেটাবিদ্ধ এবং গলায় পিকল ও মাথায় রামদা’র আঘাতে আহত হয়। এদের বাচাঁতে রতন দাশ এগিয়ে আসলে তার উপরও হামলা করা হয়। এক পর্যায়ে উভয় গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পরে। এ সময় দৌলতপুর গ্রামের লোকজন চৌকি গ্রামের সমিরন দাশের ১৩৫ সিসির ডিসকভার (কালো রং) এর মটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে নবীগঞ্জের ইনাতগঞ্জ এবং বানিয়াচংয়ের মাকুর্লী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে ঘটনার পর পরই আহত চয়ন দাশ (৩০) ও রতন দাশ টিক্কা (৩৫)কে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তিকৃত চয়ন দাশের অবস্থার অবনতি ঘটলে গতকাল শুক্রবার দুুপুরে তাকে লাইফ সার্পোটে রাখা হয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন। অপর আহত রতন দাশের অবস্থাও আশংকাজনক।