নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ১৪৪ ঘন্টা অবরোধের শেষ দিনে গতকাল নবীগঞ্জে শান্তিপুর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল ভোর থেকেই বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা আউশকান্দি এলকায় মহা-সড়ক অবরোধ করে। দুপুরে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে অবরোধকারীরা। অবরোধ চলাকালে কোন প্রকার যানবাহন চলাচল করেনি। বিক্ষোভ শেষে দীঘলবাক ইউপি বিএনপির সভাপতি আব্দুল বারিক রনির সভাপতিত্বে ও ছাত্রদল নেতা শিহাব আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি বলেন, বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার করে বিরোধী দলের চলমান আন্দোলন দমন করা যাবে না। তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে একদলীয় কোন নির্বাচন করতে দেয়া হবে না। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, সাংগঠনিক যুবরাজ গোপ, বিএনপি নেতা সোনাওর খান, শাহ এবাদুর রহমান দারা, মোর্শেদ আহমদ, যুবদল সভাপতি এটিএম সালাম, আব্দুল কাইয়ুম, পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক একে আজাদ লেবু, আবুল কালাম মিঠু, জিতু মিয়া সেন্টু, আবুল হাসনাত আবুল, শাহ রুহেল, সাইদুর রহমান, সৈয়দ জোবায়ের আহমদ, সাহেল আহমদ, মোবারক হোসেন শিপন, কাজী সেলিম, রোহেল আহমদ, মিনহাজ সেলিম, আব্দুর রকিব, মাহিন আলম মহসিন, আব্দুল মজিদ, শাহ শাহান আহমদ, বুলবুল আহমদ প্রমূখ।