মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এক মেম্বারের বিরুদ্ধে প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবন্ধি মহিলা হলেন-নবীগঞ্জ সদর ইউনিয়নের বারৈকান্দি গ্রামের মায়ারুন বেগম। অভিযুক্ত হলেন-নবীগঞ্জ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার সাজিদুর রহমান।
এ ব্যাপারে গত বুধবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে মায়ারুন বেগমের মা মাত্তা বেগম লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে মায়ারুনের মা মাত্ত বেগমকে মেম্বার সাজিদুর রহমান খবর দেন যে, ওই দিন সোনালী ব্যাংক শাখা থেকে তার মেয়েকে প্রতিবন্ধি ভাতা দেয়া হবে। মেম্বারের তথ্য মতে মাত্তা বেগম তার মেয়ে মায়ারুকে সাথে নিয়ে ব্যাংক থেকে ৬ হাজার টাকা উত্তোলন করে নিচে আসার পর মেম্বার সাজিদুর রহমান টাকাগুলো গুনে দেয়ার কথা বলে তার হাতে নিয়ে নেন। পরে মাত্তা বেগমকে ৫শ টাকা দিয়ে বাকী ৫হাজার ৫শত টাকা তার পকেট নিয়ে চলে যান। এ সময় মাত্তা বেগম জানতে চাইলে মেম্বার বলেন, সরকারী প্রতিবন্ধি লিষ্টে মায়ারুনের নাম ঢুকাতে এ পরিমাণ টাকা তার খরচ হয়েছিল। এ সময় মেম্বারের হাত পায়ে ধরে আরো ৫শ টাকা উদ্ধার করেন মাত্তা বেগম। মেম্বার ওই টাকার ব্যাপারের কারো সাথে কথা বলতে নিষেধ দিয়েছেন। অন্যথায় প্রতিবন্ধী তালিকা থেকে মায়ারুনের নাম কেটে দেয়া হবে বলে মেম্বার হুমকি দেন। ঘটনাটি মাত্তা বেগম গ্রামের মরুব্বীদের সাথে আলাপ করলে তারা তাদের পরামর্শক্রমে সোমবারে স্থানীয় চেয়ারম্যানের নিকট বিচার প্রার্থী হলে চেয়ারম্যান স্থানীয় মুরুব্বীদের সাথে এ বিষয় নিয়ে ফোন আলাপ করেন। তারা এ নিয়ে আলাপ করলে মেম্বার সাজিদুর তার কোন সঠিক উত্তর দেননি।