এক্সপ্রেস ডেস্ক ॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আবদুল কাদের মোল্লার রায় পুনর্বিবেচনার (রিভিউ) গ্রহণযোগ্যতার আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়ার পর প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে তার দল জামায়াত।
বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার সংবিধান, সুপ্রীমকোর্ট রুলস্ এবং জেলকোডের বিধান অবজ্ঞা করে জনাব আব্দুল কাদের মোল্লাকে সুপরিকল্পিতভাবে রাজনৈতিক হত্যাকাণ্ডের উদ্দেশ্যে ১০ তারিখ রাত ১২.০১ মিনিট সময় নির্ধারণ করে। জনাব আব্দুল কাদের মোল্লার আইনজীবীগণ সরকারের বে-আইনী আদেশের বিরুদ্ধে চেম্বার জজের নিকট আবেদন করলে উক্ত আদেশ স্থগিত করা হয়।’
সুপ্রিম কোর্টকে দেশের সর্বোচ্চ আদালত উল্লেখ করে এতে বলা হয়, ‘মৃত্যুদণ্ডের মত একটি স্পর্শকাতর বিষয়ে রিভিউ পিটিশনের উপর পর্যাপ্ত সময় নিয়ে শুনানী স্বাভাবিক দাবি ছিল। সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী রিভিউ পিটিশনের অধিকার জনাব আব্দুল কাদের মোল্লাকে দেয়া হয়েছে। এ পিটিশন দায়েরের জন্য আইন অনুযায়ী ৩০ দিন সময় পাওয়ার কথা। কিন্তু তার আগেই সরকার রায় কার্যকরের ঘোষণা দেয়, যা প্রকারান্তরে পরিকল্পিত হত্যারই নামান্তর। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের শুনানীতে স্বাভাবিকভাবেই সরকার কর্তৃক আদালত প্রভাবিত হয়েছে বলে জনগণের ধারণা।’
বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘আমি মানব ইতিহাসে এ কলঙ্কজনক রাজনৈতিক হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের আপামর জনতা ও বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার এবং সরকারের এই নিকৃষ্ট ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’