রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ফসলি জমির মাটি ও নদীর চড়ের বালু উত্তোলনের মহাউৎসব মাধবপুরে গাঁজাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শহরে দিন-দুপুরে চুরি ৫ লাখ টাকার মাল লুট বানিয়াচংয়ে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ড্রেজার মেশিন জব্দ শায়েস্তাগঞ্জে বিভিন্ন মামলায় পলাতক ২ আসামি গ্রেপ্তার মাধবপুরে অস্ত্রসহ ৩ পেশাদার ছিনতাইকারি গ্রেফতার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ২দিন পর উদ্ধার নবীগঞ্জের বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাহদী হাসান ॥ জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার ১

প্রতিরোধ গড়ার আহ্বান জামায়াতের

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩
  • ৪৭৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আবদুল কাদের মোল্লার রায় পুনর্বিবেচনার (রিভিউ) গ্রহণযোগ্যতার আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়ার পর প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে তার দল জামায়াত।
বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার সংবিধান, সুপ্রীমকোর্ট রুলস্ এবং জেলকোডের বিধান অবজ্ঞা করে জনাব আব্দুল কাদের মোল্লাকে সুপরিকল্পিতভাবে রাজনৈতিক হত্যাকাণ্ডের উদ্দেশ্যে ১০ তারিখ রাত ১২.০১ মিনিট সময় নির্ধারণ করে। জনাব আব্দুল কাদের মোল্লার আইনজীবীগণ সরকারের বে-আইনী আদেশের বিরুদ্ধে চেম্বার জজের নিকট আবেদন করলে উক্ত আদেশ স্থগিত করা হয়।’
সুপ্রিম কোর্টকে দেশের সর্বোচ্চ আদালত উল্লেখ করে এতে বলা হয়, ‘মৃত্যুদণ্ডের মত একটি স্পর্শকাতর বিষয়ে রিভিউ পিটিশনের উপর পর্যাপ্ত সময় নিয়ে শুনানী স্বাভাবিক দাবি ছিল। সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী রিভিউ পিটিশনের অধিকার জনাব আব্দুল কাদের মোল্লাকে দেয়া হয়েছে। এ পিটিশন দায়েরের জন্য আইন অনুযায়ী ৩০ দিন সময় পাওয়ার কথা। কিন্তু তার আগেই সরকার রায় কার্যকরের ঘোষণা দেয়, যা প্রকারান্তরে পরিকল্পিত হত্যারই নামান্তর। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের শুনানীতে স্বাভাবিকভাবেই সরকার কর্তৃক আদালত প্রভাবিত হয়েছে বলে জনগণের ধারণা।’
বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘আমি মানব ইতিহাসে এ কলঙ্কজনক রাজনৈতিক হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের আপামর জনতা ও বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার এবং সরকারের এই নিকৃষ্ট ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com