চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রতি বছরের ন্যায় এবারও চুনারুঘাটে আওয়ামীলীগের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী পালনের ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে কাঙ্গালীভোজের জন্য লাখ টাকা মুল্যের গরু কেনা হয়েছে। জাতীয় শোক দিবসের দিন সকালে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালী, ১২টায় মধ্য বাজারে আলোচনা সভা ও দুপুরে কাঙ্গালী ভোজ আয়োজন এবং উপজেলা সদরের সকল মসজিদে বিশেষ মিলাদ ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় সংসদ সদস্য এডঃ মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। শোক দিবস সফল করতে বিভিন্ন উপ-কমিটিগুলো দিনরাত কাজ করে যাচ্ছে। ঐদিন উপজেলার ১০ট ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা সমবেত করার কথা রয়েছে।