নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের এনাতাবাদ এলাকায় ভৈরব গাছতলার ভূমি জবর দখলের অভিে যাগ পাওয়া গেছে। এ ব্যাপারে এনাতাবাদ গ্রামের মৃত রাখেশ দেবের ছেলে রঞ্জু দেব গতকাল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছে।
অভিযোগ সুত্রে প্রকাশ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের আনোয়ার মিয়া ও কদর আলী মিলে এনাতাবাদ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ভৈরব গাছতলার ৭ শতক ভুমি জবর দখল করে রেখেছেন। আবেদনকারী রঞ্জু দেব উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।