স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে।
জানা যায়, পৌরসভার ড্রেন দিয়ে পানি নিস্কাশন নিয়ে আব্দুল হক ও সবুজ মিয়া মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় আব্দুল হক (৬০), সবুজ মিয়া (৪০), গিয়াস উদ্দিন (৩৫), জামাল মিয়া (৩০), সহিদ (৩৫), রাবেয়া বেগম (৩০), রেজিয়া বেগম (২৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।