স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের জালাল মিয়া (১৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আজিজুল হকের পুত্র। সে মানসিক রোগী ছিল বস্তোর স্বজনরা জানান।
গতকাল বুধবার দুপুরে জালালকে বাড়ির পাশে রাস্তায় পড়ে ছটপট করতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। স্বজনরা জানায়, সে কাউকে কিছু না বলে ঢাকাসহ বিভিন্ন স্থানে চলে যেত। আবার কিছুদিন পর ফিরেও আসতো। এদিকে পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না।