প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ও হবিগঞ্জ আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা হোসেড এর বাস্তবায়নে হত দরিদ্র পরিবারের মাঝে স্যানিটেশন নিশ্চিতকরণ প্রকল্পের আয়তায় ১১৭টি স্বাস্থ্য সম্মত লেট্রিন ও ১০টি ছাগল ভরপাড়া, ধল, বামকান্দি, লোকড়া, যাদবপুর ও গোপালপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে ১নং লোকড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামূল্যে বিতরণ করা হয়। হোসেড এর সাধারণ সম্পাদক মকসুদুর রহমান উজ্জল এর পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং লোকড়া ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপাস্থিত ছিলেন, দি ল্যাব এইড হসপিটাল এর চেয়ারম্যান মশিউর রহমান শামীম, শহর সমাজ সেবা কর্মকর্তা আবু নাঈম মৃধা, শরীফ ইমন, হোসেড এর নির্বাহী পরিচালক শেখ সুমা জামান, ইউপি সদস্য রুখেয়া বেগম, শাহেনা বেগম, হিসাব রক্ষক ফারজানা রহমান, ফিল্ড অফিসার মোঃ শাহীন মিয়া প্রমুখ। বিতরণ শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়।