নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী নতুন কোন করারোপ ছাড়াই পৌরসভার ২০১৫-২০১৬ অর্থ বছরের ১৫ কোটি ৬৮ লাখ ৪ হাজার ৮শ ২২ টাকার বাজেট ঘোষনা করেছেন। গতকাল মঙ্গলবার সকালে পৌর মিলনায়তনে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে উক্ত বাজেট পেশ করেন। এবারের বাজেটে মোট রাজস্ব আয় ২ কোটি ৩২ লাখ ৪৮ হাজার ৩শ ৫২ টাকা, নিজস্ব আয় ২ কোটি ২২ লাখ ৪৮ হাজার ৩শ ৫২, রাজস্ব খাতে সরকারী অনুদান ১০ লাখ, মোট উন্নয়ন আয় ১৩ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার ৪শ ৭০, সরকারী অনুদান ৩ কোটি, বি.এম.ডি.এফ ২ কোটি, উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২ কোটি, গুরুত্বপুর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৩ কোটি, পানি সরবরাহ ও এনভাইরন মেন্টাল প্রকল্প ৩ কোটি ও অন্যান্য খাতে আয় ৩৫ লক্ষ ৫৬ হাজার ৪শ ৭০ টাকা। মোট আয় ১৫ কোটি ৫৬ লাখ ৪ হাজার ৮শ ২২ টাকা। সর্বমোট ব্যয় ১৫ কোটি ৫৭ লাখ ২৫ হাজার ৯শ ৬২ টাকা। রাজস্ব ব্যয় ২ কোটি ২২ লাখ ২৭ হাজার ৮শ ৫২ টাকা, উন্নয়ন ব্যয় ১৩ কোটি ৩৪ লাখ ৯৮ হাজার ১শ ১০ টাকা। উদ্বৃত্ত ১০ লাখ ৭৮ হাজার ৮শ ৬০ টাকা। বাজেট অনুষ্টানে সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমীর হোসেন মাষ্টার, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সিনিয়র সহ-সভাপতি এমএ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন ও বিবিয়ানা পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ শাহ রিজভী আহমদ খালেদ, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর সন্তোষ দাশ, প্যানেল মেয়র-৩ যতিকা রানী দাশ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকিকুর রহমান সেলিম, অর্থ সম্পাদক এম মুজিবুর রহমান, সাংবাদিক রাকিল হোসেন, সলিল বরণ দাশ, মতিউর রহমান মুন্না, এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান তছনু, শাহ মুছা আহমদ ও শওকত আহমদ প্রমূখ। অনুষ্টানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিসাব রক্ষক কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন। গীতা পাঠ করেন স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী। বাজেট বক্তৃতায় পৌর মেয়র নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবান দেন। পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী উক্ত গণমূখী বাজেট বাস্তবায়নে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।