নবীগঞ্জ প্রতিনিধি ॥ সংঘাত নয়, শান্তি চাই, ক্রিকেট বাচাঁও এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ আব্দুল মতিন স্কোয়ারে নবীগঞ্জের ক্রিকেট প্রেমী ছাত্র জনতার উদ্যোগে এক অবস্থান কর্মসুচী পালন করা হয়েছে। নেতৃবৃন্দ এ সময় বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে চলমান সহিংসতা চলছে তাতে ক্রিকেট যেন তার বলি না হয়। তারা ক্রিকেটকে রাজনীতির কালো থাবা থেকে মুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানান এবং শান্তিপূর্ন সমাধান আশা করেন। এখানে উল্লেখ্য যে, ওয়েষ্টইন্ডিজ অনুর্ধ ১৯ ক্রিকেট টিম নিরাপত্তা জনিত কারনে বাংলাদেশ সফর বাতিল করে দেশে ফেরত যায় এবং তার পরিপ্রেক্ষিতে আইসিসি উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ দেয়। পরবর্তীতে শ্রীলংকার বাংলাদেশ সফর এশিয়া কাপ টি-টুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পুর্নবিবেচনার সিদ্ধান্ত নেয়।