স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার লুকড়া গ্রামে পারিবারিক করহের জের ধরে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র গতকাল সন্ধ্যা ৭টায় পরিবারে অগোচরে বিষপান করে। বিষপানের পর সে চটপট করতে দেখে পরিবালের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। কিন্তু পরিবারের লোকজন তাকে সিলেট নেননি বলে জানা গেছে। পরে রাত ১২টার দিকে সে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করে। এদিকে সে মারা যাওয়ার পর থেকে পরিবারের লোকজন লাশ রেখে পালিয়ে যায়। রাত দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন আত্মিয় স্বজনকে পাওয়া যায়নি।