বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে ২নং উত্তর পশ্চিম ইউনিয়নে এলসিবিসিই মনিটরিং পরিদর্শনকালে মহারতœপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সাথে স্কুলের সমস্যাদি বিষয়ক এক মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে আলোচনায় এলসিবিসিই মনিটরিং পরিদর্শনকারীদের পক্ষে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রায়হানুল হারযুন, ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ২নং ইউ.পি সচিব বলাই চক্রবর্তী, উপজেলা এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী এবং স্কুলের পক্ষে প্রধান শিক্ষক দিলীপ নারায়ন রায়, সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম, নিটু কিশোর আচার্য্য, এসএম রোজিনা আক্তার, জোৎ¯œা আক্তার, মিজানুর রহমান, পারভীন সুলতানা, শেফালী আক্তার, সাদিয়া ইকবাল প্রমুখ। আলোচনায় আর্সেনিক মুক্ত টিউবওয়েল, বিদ্যালয় মাঠ ভরাট, আসবাবপত্র সরবরাহ সহ এপ্রোচ রোড নির্মানের প্রয়োজনীতা উল্লেখ করা হয়। এছাড়া বৈঠকে স্কুলের উন্নয়নে সম্প্রতি রাখাল কুমার গোপ কর্তৃক ১ লক্ষ টাকা অনুদান প্রদান করায় তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।