চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে রক্তা করেছে স্বামী। নির্যাতনের শিকার ওই মহিলা হলেন-নরপতি গ্রামের পরশ আলীর স্ত্রী গুলবাহার (২৫)। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনাটি ঘটে। চুনারুঘাট হাসপাতালে ভর্তি আহত গুলবাহার কান্না জড়িত কন্ঠে জানান-দীর্ঘদিন ধরে তার স্বামী পরশ আলী তার বাবার বাড়ির সত্ব বিক্রি করে নতুবা ঐ সম্পত্তি পরশ আলীর নামে দলিল করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে। এর জের ধরে গতকাল মঙ্গলবার ভোরে পরশ আলী কুড়াল দিয়ে মাথায় কুপিয়ে গুলবাহারকে রক্তাক্ত জখম করে।