বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি’র বয়ষ্ক ভাতা এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের ভাতা পরিশোধ বহি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে স্থানীয় সমাজসেবা অধিদপ্তর ও ইউ.পি আয়োজিত ভাতা পরিশোধ বহি বিতরণের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম। ইউ.পি টিসি বুলবুল ধর এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন টিআই উপন্দ্রে চন্দ্র সূত্রধর, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, সমাজসেবক সালহ উদ্দিন ফারুক, আব্দুল মুক্তাদির, উদ্যোক্তা আনছার আলী ও নেছার উদ্দিন, সমাজসেবক কামরুল আহসান প্রমুখ। সভা শেষে অর্ধশত ভাতাভোগীদের মাঝে বহি বিতরণ করা হয়।