প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক শিক্ষার বেহাল অবস্থা নিয়ে চ্যানেল আই সংবাদে প্রচারিত হবে বিশেষ প্রতিবেদন। চ্যানেল আই হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মুহাম্মদ ফরিয়াদকে সাথে নিয়ে তার তথ্যের ভিত্তিতে ঢাকা হেড অফিসের সিনিয়র রিপোর্টার মোস্তফা মল্লিক ও ক্যামেরা ম্যান এম এ মুনিরের সহযোগীতায় হবিগঞ্জ ঘুরে গিয়ে এ প্রতিবেদনটি তৈরী করা হয়েছে। প্রতিবেদটিতে হবিগঞ্জের বিভিন্ন অঞ্চলের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার করুণ অবস্থা ও এর উত্তরণ বিভিন্ন দিক উঠে এসেছে। এ প্রতিবেদনটি আজ বুধবার দুপুর ২টা, বিকাল ৫টা, সন্ধ্যা ৭টা ও রাত সাড়ে ১০টায় ধারাবাহিক ভাবে ৫ দিন ৫ পর্বে চ্যানেল আই’র সংবাদে প্রচারতি হবে।
এছাড়াও আগামী সপ্তাহে একই সময়ে হবিগঞ্জের কলেজ পড়–য়া এক মেধাবী শিক্ষার্থী অর্থ সংকটে চিকিৎসা ব্যয়ভার বহন করতে না পারায় অন্ধ হওয়ার দ্বারপ্রান্তে। ওই ছাত্রী ও তার পরিবাকে নিয়ে, এবং শায়েস্তাগঞ্জের দৃষ্টিহীন শিক্ষককে নিয়ে চ্যানেল আই’র সংবাদে প্রচারিত হবে বিশেষ প্রতিবেদন।