স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর সংলগ্ন মাছলিয়া এলাকায় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দু’টি ড্রেজার মেশিন, দু’টি ট্রাক্টর ও ২৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে সিনিয়র সহকারী কমিশনার মোঃ নুরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমান ও এসিল্যান্ড অমিতাভ পরাগ তালুকদার এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে উত্তোলনকারীরা পালিয়ে যায়। এসময় ৩শ’ ফুট পাইপ, ৬টি ড্রামসহ উল্লেখিত পরিমাণ বালু জব্দ করা হয়। পরে জব্দ করা বালুসহ উত্তোলন কাজে ব্যবহৃত অন্যান্য মালামাল ঘটনাস্থলেই নিলাম দেয়া হয়।
এলাকাবাসী জানান, একটি চক্র দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উত্তোলিত বালু ট্রাক ও ট্রাক্টরে করে পাঁচার করা হচ্ছে। প্রশাসনের নির্লিপ্ততার কারণে অবৈধভাবে বালু উত্তোলন ও পাঁচারের ঘটনা ঘটছে বলে এলাকাবাসী জানান।