বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা সদর ৪নং দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে মাতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সামাজিক সুরক্ষা সুদৃঢ়করণ কার্যক্রমে ইউনিসেফ এর আর্থিক ও কারিগরি সহায়তার বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় এঅআইভিডিবি আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বক্তৃতা করেন এফআইভিডিবি প্রজেক্ট কো-অর্ডিনেটর জেরিনা শাহনাজ আক্কাস, টিও মুহাম্মদ আবু সাদেক, এসএসডাব্লিউ মোঃ ইউসুফ আলী, এসএম সুজিত কুমার বৈষ্ণব, মন্দরী ইউ.পি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, ইউ.পি সচিব মোঃ জিলু মিয়া, ইউ.পি মেম্বার আম্বিয়া খাতুন, শিরিকা বেগম, সাবেরা খাতুন, মেম্বার মোতাব্বির হোসেন, আয়ুব আলী, ময়না মিয়া, ইশ্রাব আলী, নুর আহাম্মদ, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মতিউর রহমান, টিসি বুলবুল ধর, সমাজসেবক কামরুল হোসাইন, ইউ.পি উদ্যোক্তা আনছার আলী ও নেছার উদ্দিন প্রমুখ।