বানিয়াচং প্রতিনিধি ॥ জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এর মাধ্যমে মানহানীকর ছবি পোস্ট ও মিথ্যা অপপ্রচার এর বিরুদ্ধে গতকাল বানিয়াচং বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সকাল ১১ টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ এতে সংহতি প্রকাশ করেন। মানববন্ধন শেষে বড়বজার ব্যকস সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন’র সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক ডাঃ সেলিম মিয়া এবং যুবলীগ নেতা মোঃ সাহিবুর রহমান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ১নং উত্তর পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক মাস্টার, ব্যকস এর সাবেক সভাপতি আলহাজ্ব হারুন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শাজাহান মিয়া, উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি মুক্তিযোদ্ধা নবীর আলী, আওয়ামীলীগ নেতা মোঃ তারা মিয়া, ব্যকস এর সাবেক কোষাধ্যক্ষ সর্দার আজিমুল হক স্বপন, জেলা ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবি পরিষদ সদস্য এডঃ আসাদুজ্জামান খান তুহিন, ব্যকস সহ-সভাপতি মোঃ দিলোয়ার হোসেন, নুরুল আমীন, কোষাধ্যক্ষ ডাঃ সাহিদুর রহমান, প্রচার সম্পাদক আলী আকবর, ক্রীড়া ও দপ্তর সম্পাদক ডাঃ হাফিজ উদ্দিন, সদস্য মোঃ সোহেল মিয়া। এছাড়াও মানববন্ধনে ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আখল মিয়া, ডাঃ হাসমত আলী খান, সোহেল মিয়া, মোঃ নানু মিয়া, শাহ আলম, ইউপি সদস্য আব্দুল জব্বার, শমসের উদ্দিন, মোঃ ছদু মিয়া, আব্দুস সামাদ, আবুল কালাম, মোঃ জায়েদ মিয়া, তুহিন মিয়া প্রমুখ।