নবীগঞ্জ প্রতিনিধি ॥ স্বপ্নই মানুষের জীবনের ভিত্তি গড়ে দেয়। কলেজগামী ছাত্র/ছাত্রীদের জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতে সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র ”স্বপ্ন গড়ার সিঁড়ি” শীর্ষক এক মুক্ত আলোচনা সভা গত শুক্রবার বিকালে ওসমানী সড়কস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক সাইফুর রহমান খাঁনের পরিচালনায় এতে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, তরুন সমাজ সেবক সৈয়দ সামসুল ইসলাম, সাংবাদিক মতিউর মুন্না, আহছানুজ্জামান মান্না ছাত্র/ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, নাইম, প্রান্ত, অমি, নাসিম প্রমুখ।
বক্তারা বলেন, প্রত্যেক ছাত্র/ছাত্রীদের স্বপ্ন থাকতে হবে, স্বপ্নই মানুষকে ভাল কিছু করতে প্রেরনা দেয়।