প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ৭৪তম প্রয়াণ দিবস উদ্যাপন করেছে হবিগঞ্জ বৌদ্ধবিহার। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় রবিন্দ্র সাহিত্যে মহামতি বুদ্ধ ও তার ধর্ম শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ রচনা ও পরিচালনায় ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বণিক। ডাঃ দিলীপ কুমার আচার্য্যরে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নিখিল ভট্রাচার্য, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এডঃ রন্জিত দত্ত, এডঃ ঝন্টু দেব, ইঞ্জিনিয়ার ফণী ভোষণ দাশ, চারুকলা অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, ডাঃ কালীপদ আচার্য্য, রোটারিয়ান বাদল কুমার রায়, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, বৌদ্ধ বিহার সভাপতি সাধণ বড়ূয়া, ডাঃ স্বপন বড়ূয়া প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সুবীর রায় ও রুমী বড়ূয়া। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন অযশী বণিক নব, তিলোত্তমা পাল ও অন্যান্য শিল্পিবৃন্দ।