মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে যৌন হয়রানীর শিকার হয়েছে ৪র্থ শ্রেণির এক স্কুল ছাত্রী। শুক্রবার সন্ধ্যায় চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। তবে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্ঠা চলছে। গত শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রী বাড়ি থেকে নদীর পাড়ে ছাগল আনতে যায়। এ সময় একই গ্রামের মহিবুল নামে এক বখাটে যুবক তাকে একা পেয়ে যৌন হয়রানি করে। যৌন হয়রানির পর থেকে শিশুটি নিয়মিত পরীক্ষা দিতে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক শেখ শিবলু আহম্মেদ জানান, এ বিষয়ে থানায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি।