সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ আহছানিয়া মিশনে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামন থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার অলিউল্লাহ নোমানের বোন জামাইয়ের দাফন সম্পন্ন শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ গ্রেফতার ৫ ॥ মোটর সাইকেলসহ সরঞ্জাম জব্দ চারণ সাংবাদিক খেলুর ৮ম মৃত্যুবার্ষিকী আজ মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এসিড নিক্ষেপ করার অভিযোগে ঢাকা থেকে স্বামী কুদ্দুস গ্রেফতার চুনারুঘাটে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ ॥ একই পরিবারে বৃদ্ধসহ ৭ জনকে কুপিয়ে জখম বানিয়াচংয়ে পুলিশ সুপার রেজাউল হক খান ॥ একজন খেলোয়ার তার দেশকে উন্নত করতে পারে

শচীন্দ্র ডিগ্রী কলেজে ছুরিকাঘাতে ছাত্র খুন

  • আপডেট টাইম রবিবার, ৯ আগস্ট, ২০১৫
  • ৬৫৭ বা পড়া হয়েছে

মোঃ ছানু মিয়া/মখলিছ মিয়া ॥ হবিগঞ্জ শহরতলীর শচীন্দ্র ডিগ্রী কলেজে সুমন (১৮) নামে এক ছাত্র প্রতিপক্ষ অপর সহপাঠীর ছুরিকাঘাতে নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে কলেজ গেটে এ ঘটনা ঘটে। নিহত সুমন আহমেদ বানিয়াচং উপজেলার ইসলামপুর গ্রামের মুখলেছ আহমেদের পুত্র। সে আলমপুর গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে পড়ালেখা করতো। এ নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবীতে আজ রবিবার কলেজের শিক্ষার্থীরা কালোব্যাজ ধারণ ও শোকসভার আয়োজন করেছে।
এলাকাবাসী, পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে শচীন্দ্র ডিগ্রী কলেজের দু’দল 11868796_1883018755256927_1427671726_n copyছাত্রের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিষ্পত্তির জন্য গতকাল শনিবার সকালে উভয় পক্ষকে নিয়ে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেন। এদিকে কলেজ গেটে ওই কলেজের একাদশ শ্রেণির ছাত্র মফিজুর রহমান ও সুমন আহমেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে প্রতিপক্ষ দুপুরে কলেজ গেটে সুমন আহমেদকে ছুরিকাঘাত করে। সাথে সাথে সহপাঠীরা সুমনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় সমনের সহপাঠি ও আত্মীয় স্বজনের বুকফাটা কান্না আর আহাজারীতে হাসপাতাল এলাকায় এক  হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।  খবর পেয়ে শচীন্দ্র ডিগ্রী কলেজের গভর্ণিং কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মজিদ খান এমপি সহ কমিটির সদস্য ও কলেজ শিক্ষকগণ হাসপাতালে ছুটে যান।
এদিকে ঘটনার পর এলাকাবাসী কলেজ এলাকায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক অবরোধ করে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সহকারি পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান, বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী ও সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সুমন নিহত হবার ঘটনা নিয়ে বিভিন্ন সূত্র থেকে একাধিক কারণ জানা গেছে। একটি সূত্র জানায়, কলেজে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল ছাত্রের বিরোধ চলে আসছিল বেশ কিছুদিন ধরে। অপর একটি সূত্র জানায়, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে মফিজুর রহমান ও সুমন আহমদের বিরোধ চলে আসছিল।
পৈলারকান্দি ইউপি সদস্য ফজলুল হক এ প্রতিনিধিকে জানান, সুমন শচীন্দ্র ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়ত। বিথঙ্গল জেডিসি হাইস্কুল থেকে এসএসসি পাশ করে এ বছরই শচীন্দ্র ডিগ্রি কলেজে এইচএসসিতে ভর্তি হয়। সুমনদের ২ভাই ও ১বোন। সুমনের বাবা বর্গাচাষী। সেই ছিল পরিবারের বড় ছেলে। ভদ্র বিনয়ী স্বভাবের ছিল। সুমন খুন হওয়ার ঘটনায় তার মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। আতœীয়-স্বজনের কান্নায় বাতাস বাড়ি হয়ে উঠছে। সুমনের মৃত্যু সংবাদ গ্রামে এসে পৌঁছলে শোকের ছায়া নেমে পড়ে।
কলেজ গভর্ণিং বডির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেন, এ হত্যাকান্ডটি খুবই দুঃখজনক ও নির্মম। কলেজটি সম্পূর্ণ রাজনীতি মুক্ত। তার পরও এ ঘটনাটি কলেজের ঐতিহ্যকে ম্লান করেছে। এ ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের খুঁজে বের করে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, কলেজের শিক্ষার্থীরা আজ রবিবার কালোব্যাজ ধারণ শোকসভার আয়োজন করেছে। তিনি ঘটনার সত্যতা উদঘাটন ও কলেজের ঐতিহৃ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কলেজ অধ্যক্ষ ফরাস উদ্দিন শরিফীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কলেজের অন্য দু’জন ছাত্রের ঝগড়া মিটমাটে বৈঠকে ছিলাম। পরে জেনেছি কলেজের অদূরে একজন নিহত হয়েছেন। নিহত সুমন আমার কলেজের ছাত্র কিনা এখনও নিশ্চিত না। রেকর্ডপত্র দেখে বলতে হবে। এ ব্যাপারে আগামীকাল (আজ রোববার) তার সঙ্গে যোগাযোগ করতে এ প্রতিনিধিকে বলেন।
সহকারি পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান জানান, সকালে সুমনের সাথে তার কয়েকজন সহপাঠির কথা কাটাকাটি হয়। সকাল ১১টার দিকে কলেজের বাইরে যাত্রী চাউনির কাছে সে গেলে তার সহপাঠি ৮/১০ জন তাকে আক্রমন করে। তাদের কাছে লাঠিসোটা ও ধারালো অস্ত্র ছিল। হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। তখন কিছুটা পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। তারা রাস্তা অবরোধের চেষ্টা করেছিল। খবর পেয়ে আমিসহ পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করি।
ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী জানান, যেহেতু কলেজে রাজনীতি নেই, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারী গঠিত ব্যাপার নিয়ে এ হত্যাকান্ডটি সংগঠিত হয়েছে। ইতিমধ্যেই হামলাকারী সম্পর্কেও আমরা তথ্য পেয়েছি। তবে আমরা বিষয়টি যাচাই বাছাই করছি। তদন্তের স্বার্থে সে সম্পর্কে এখনও তা বলা সম্ভব হবেনা।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল রাত ১২টা পর্যন্ত কোন মামলা হয়নি বলে তিনি জানান। তবে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।  তিনি জানান, আধ্যিপত্য না কি প্রেম ঘটিত কারনে সুমন খুন হয়েছে সে বিষয়কে সামনে রেখে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com