নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল শনিবার দুপুরে উপজেলা জাতীয় পার্টির অংঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া, হাজী জমশেদ আলী, হাজী আব্দুর জব্বার, যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, খাইরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, মাষ্টার আব্দুর রকিব, জাপা নেতা খলিলুর রহমান দুদু, চরিত্র মোহন দেবনাথ, মুনসেফ আলম, আলীফ উদ্দিন মেম্বার, আব্দুল আজাদ মেম্বার, আব্দুল কাইয়ুম, দিলাওর হোসেন, আব্দুল হান্নান চৌধুরী চান মিয়া, লুৎফুর রহমান, সিরাজুল ইসলাম, নুরুল হক তুহিন, সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু, আব্দুল কদ্দুস খান, কর্পোরাল লুৎফুর রহমান, আব্দুর রশিদ, মাষ্টার নজরুল ইসলাম, শেখ সামসুল ইসলাম, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক নুরুল আমীন পাঠান, যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক মির্জা হুসাইন আহমদ হামজা, যুবনেতা ক্বাজী জাহান নুর আলী, কেন্দ্রীয় ছাত্র সমাজের সদস্য এম এ মতিন চৌধুরী, চৌধুরী এম এ স্বপন, নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখা জাতীয় ছাত্রসমাজের সভাপতি নিয়ামুল করিম অপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মুনিম চৌধুরী বাবু জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি বলেন, এখন আমাদের সময় এসেছে তৃনমুলে নেতাকর্মীরা যে ভাবে কাজ করছে তাতে আগামী নির্বাচনে এই আসনের বিজয় সুনিশ্চিত হবে বলে আমি আশাবাদী। আগামী কিছু দিনের মধ্যেই উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে উপজেলা জাতীয় পার্টির কমিটি উপহার দেয়া হবে বলে তিনি জানান। এ সময় তিনি আগামী শুক্রবার ১ মাসের ব্যক্তিগত সফরে ইংল্যান্ড যাবেন বলে নেতকার্মীদের জানান এবং সকলের নিকট দোয়া কামনা করেন।