প্রেস বিজ্ঞপ্তি ॥ মাওলানা কাজী পীর মাহমুদুল হাসান জামানী বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। তিনি স্কুলের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য।
এ উপলক্ষে গতকাল রাত ৮টার দিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি আব্দুল মজিদ খানের বাসভবনে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ উল্লাহ, বর্তমান চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক, শিক্ষক, শিক্ষিকাবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় এমপি আব্দুল মজিদ খানের মধ্যস্থতায় সকলের সর্ব সম্মতিক্রমে মাওলানা কাজী পীর মাহমুদুল হাসান জামানীকে উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত করা হয়।