সূর্য গোপ। বয়স মাত্র ১১ মাস। অথচ এখনই তাঁর জীবন প্রদীপ নিভে যাবার উপক্রম। ঢাকার ন্যাশনাল হার্ট এন্ড রিসার্ট ইনস্টিটিউটের চিকিৎসক ডাঃ মোহাম্মদ সাইফুজ্জামান জানিয়েছেন সূর্যের হৃৎপিন্ডে ছিদ্র রয়েছে। অবিলম্ভে অস্ত্রোপচার করতে হবে আর এর জন্য প্রয়োজন ৫ লাখ টাকা। এ খবরে সূর্যের চা বিক্রেতা পিতা শহরতলীর যশেরআব্দা গ্রামের সুদীন গোপ দিশেহারা হয়ে পড়েছেন। ছেলের অস্ত্রোপচার করানোর মতো এতো টাকা তার নেই। হবিগঞ্জ শহরের কালীবাড়ী রোডে নান্টু চা স্টলের সুদীন গোপ তার পুত্র সূর্যের মূখে হাসি ফিরিয়ে আনতে তাঁর প্রাণ প্রদীপ আবারো প্রজ্জলিত করতে সকলের সহযোগীতা চেয়েছেন। সবার সহায়তা পেলে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে ১১ মাস বয়সী সূর্য। সহযোগীতা পাঠাতে যোগাযোগ করুন ঃ সুদীন গোপ, মোবাইল ঃ ০১৭৬১-৩৫১৫৫২, ব্যাংক হিসাব নং-০০০৭১৩৪০৩৫০৮১, ন্যাশনাল ব্যাংক লিঃ হবিগঞ্জ শাখা।