মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জয়নগর ও চুনারুঘাট উপজেলার আমু চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাত হোসেন জানান-বৃহস্পতিবর রাত সাড়ে ১০টার দিকে বিজিবি ধর্মঘর বিওপির নায়েক আবু হানিফের নেতৃত্বে বিজিবি টহলদল মাধবপুর উপজেলার জয়নগর এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। অপর দিকে রাত সাড়ে ৭টার দিকে বিজিবি চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির হাবিলদার দারুল ইসলামের নেতৃত্বে বিজিবি টহল দল আমু চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।