চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার মুগড়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন-ওই গ্রামের রফিকুল ইসলাম মজুমদার (৬০) ও তার স্ত্রী স্ত্রী আছমা খাতুন (৪৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-একই গ্রামের আব্দুর রহমানের সাথে রফিকুল ইসলাম মজুমদারের পূর্ব বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সকাল ৯টার দিকে আব্দুর রহমানের নেতৃত্বে কতিপয় ব্যক্তি রফিকুল ইসলাম মজুমদারের ঘরে ঢুকে হামলা চালায়। এসময় তার স্ত্রী আছমা খাতুন (৪৫) এগিয়ে তার উপরও হামলা চালানো হয়। আহতদের চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।