স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার মনতলা তদন্ত কেন্দ্রের পুলিশ পানিহাতা গ্রাম থেকে ২ কেজি ৩শ গ্রাম গাজা সহ একটি অটোরিক্সা আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার সকালে তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম সরকার ওই এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ অটোরিক্সা (সিএনজি) টি আটক করে। অটোরিক্সা চালক সীমান্তবর্তী কমলানগর গ্রাম থেকে অভিনব পন্থায় অটোরিক্সার পাস্টিকের ছাদে মোড়ানো গাঁজা ভর্তি করে অটোরিক্সা যোগে পাচারের সময় গাজা সহ অটোরিক্সা আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক জাকির হোসেন পালিয়ে যায়। পলাতক চালক উপজেলার কমলানগর গ্রামের মনজুর আলীর ছেলে। এ ব্যাপারে শামীম সরকার বাদি হয়ে চালককে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করেছেন।