স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গতকাল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৩ উদযাপিত হয়েছে। এ দিবস পালন উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীষর্ক কার্যক্রমের আওতায় উপজেলায় ৫টি ক্যাটাগরিতে নির্বাচিত পাঁচ জন জয়িতাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনীর উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন। ব্র্যাকের জেন্ডার স্পেশালিষ্ট আতিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে জয়িতাদের পক্ষে বক্তব্য রাখেন-রাহেলা হক ও জেসমিন বেগম। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে ৫ক্যাটাগীরতে নির্বাচিত ৫জন জয়িতাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। এরা হচ্ছেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ফারবিন আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জেসমিন বেগম, সফল জননী হিসাবে সাফল্য অর্জনকারী নারী আলেকচান, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী শ্যামারূপ বিবি ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী রাহেলা হক। এছাড়াও অনুষ্ঠানে মহিলাদের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।