স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৮টি সিএনজি-অটোরিক্সাকে মহাসড়কে চলাচলের অভিযোগে ৫ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দৌলতপুর নামক স্থানে সিনিয়র সহকারী কমিশনার নুরুজ্জামান অভিযান চালিয়ে এই জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি-অটোরিক্সা চলাচল না করার জন্য বলার পরও আইন অমান্য করে চালানোর অপরাধে এই জরিমানা করা হয়।