এম এ আই সজিব ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় পইল ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলীসহ ২ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, পইল ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলী (৪০) ও তার এক বন্ধু জুয়েল মিয়া (৩৫) জরুরী প্রয়োজনে মোটর সাইকেল যোগে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। তাদের মোটর সাইকেলটি ঘটনাস্থলে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ বাধে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহতাবস্থায় সাহেব আলী ও জুয়েলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।