সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী যুবলীগ নেতা মোতালিব চৌধুরী মাহফুজকে ধরে থানায় সোপর্দ মাধবপুরে ৪০ কেজি গাঁজা ও ৪৮ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ১ মাধবপুরে পুরস্কার অনুষ্ঠানে জি কে গউছ ॥ তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে খেলাধুলা করতে হবে প্রবাসীদের অর্থায়নে নবীগঞ্জে হচ্ছে টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৮ আসামী আটক বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ হত্যা মামলার আসামী শাহজাহানকে গ্রেফতারের দাবিতে আজমিরীগঞ্জের নোয়াগর গ্রামে মানববন্ধন জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বণ হারিয়ে পাগলপ্রায় বয়োবৃদ্ধ মোস্তফা নবীগঞ্জের পানিউমদায় সেনা অভিযানে এয়ারগান উদ্ধার হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত চুনারুঘাট লালচাঁন বাগানে ১০ লিটার চোলাই মদ জব্দ

বাহুবল উপজেলা আ.লীগ সভাপতি পিপলু চৌধুরীর দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ৫ আগস্ট, ২০১৫
  • ৪৬১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কাকুল শাহরিয়ার চৌধুরী পিপলু-কে শেষ বিদায় জানিয়েছেন জেলার সর্বস্তরের লোকজন। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার তার জন্মস্থান উপজেলার আলাপুর সংলগ্ন বড়ইউড়ি ঈদগাহ ময়দানে জানাযা নামাজ অনুষ্ঠিত। জানাযা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি গত সোমবার রাত ৮টার দিকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী কিনম্যান খ্যাত রাজনীতিবিদ কাকুল শাহরিয়ার চৌধুরী পিপলু’র জানাযা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে উপজেলা নিভৃত পল্লী আলাপুর গ্রাম নেতৃস্থানীয় লোকজনের পদভারে মুখরিত হয়ে উঠে। আগত নেতৃবৃন্দ পিপলু চৌধুরীকে শেষবারের মতো দেখা অশ্র“সিক্ত হয়ে পড়ে। এতে দিনভর ওই এলাকা ছিল শোকে মুহ্যমান। তার জানাযায় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে জোহরের নামাজের পরপরই বড়ইউড়ি ঈদগাহ মাঠ লোকে লোকারন্য হয়ে পড়ে। এ সময় মাঠে পিপলু চৌধুরীর মরদেহ নিয়ে আসা হলে তার সহকর্মীদের মাঝে কান্নার রোল পড়ে। মুহূর্তে এলাকার বাতাস ভারি হয়ে উঠে। তার নামাজে জানাযায় নেতৃস্থানীয় লোকজনের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লষ্কর, আব্দুল কাদির চৌধুরী ও জাকির হোসেন চৌধুরী অসিম, নবীগঞ্জ পৌর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চৌধুরী, চুনাুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী ও মশিউর রহমান শামীম, শাহনেওয়াজ মিল্লাত গাজী, বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেন পিপিএম, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা ছাত্রলীগ সভাপতি ডা. ইসতিয়াক রাজ চৌধুরী, বাহুবল থানা বিএনপি সভাপতি আকদ্দছ মিয়া বাবুল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল জাহান, জেলা যুবদল সহ-সভাপতি মর্তুজ আহমেদ, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল থানা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুন নূর মানিক, শাহ আহমেদ আওলাদ, ইব্রাহিম মুন্সী, আসকর আলী ও মতাচ্ছির মিয়া, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সোহেল আহমেদ ও আব্দুল কদ্দুছ, থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদুর রেজা রাজু, জেলা এলডিপি সভাপতি সৈয়দ খলিলুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশিম ও রমিজ আলী, উপজেলা কৃষকলীগ সভাপতি মখলিছুর রহমান, তরুণ লীগ সভাপতি আব্দুল মজিদ তালুকদার, সাধারণ সম্পাদক আয়াত আলী, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সৈয়দ এনাম, উপজেলা যুবদল নেতা আব্দুল আওয়াল তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com