মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বড়তলী বাজার থেকে সোমবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাত হোসেন জানান-সোমবার রাত সাড়ে ১১টার দিকে বিজিবি ধর্মঘর বিওপির নায়েক আবু হানিফের নেতৃত্বে বিজিবি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।