প্রেস বিজ্ঞপ্তি ॥ মাহমুদাবাদ মাছুলিয়া এলাকার শতাধিক যুবকের যুবলীগে যোগদান বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেছেন, বঙ্গবন্ধুর আপন ভাগনে বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনির হাতে গড়া সংগঠন যুবলীগ। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্যদের সাথে তাকেও সেদিন হত্যা করা হয়েছিল। এমনকি তার গর্ভবতী স্ত্রীকে সেদিন রেহাই দেয়নি ঘাতকেরা। যারা আজ যুবলীগে যোগ দিতে এসেছেন তাদের সেদিনের ইতিহাস মনে রাখতে হবে। তিনি আরো বলেন যুবলীগ কর্মীদের আগষ্টের শোক কে ধারন করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সজাগ থাকতে হবে। যাতে আর কোন কুচক্রী মহল ‘৭৫ এর মতো হত্যাযজ্ঞ ঘটানোর সাহস না দেখাতে পারে। হবিগঞ্জ পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন খান এর উদ্যোগে পৌরসভার ৯নং ওয়ার্ড এর মাছুলিয়া এবং মাহমুদাবাদ এলাকার শতাধিক যুবকের যুবলীগে যোগদান অনুষ্টানে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মালেক, জেলা যুবলীগ নেতা উমেদ আলী শামীম, ফেরদৌস আহমেদ, পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, শেখ আনিসুজ্জামান, এনামুল হক শাহীন, থানা যুবলীগ নেতা এডঃ আবুল কালাম, বাবুল মিয়া, ইকবাল হোসেন খান, দেলোয়ার হোসেন খান, মোঃ আলী আব্দুল্লাহ, আবুল কাসেম রুবেল, আজমান মিয়া, উজ্জল মিয়া, রুবেল মিয়া, মোঃ নাসিম, কামাল মিয়া, মোঃ নাসির উদ্দিন, সাদত মিয়া, চন্দু মিয়া, হাবিবুর রহমান খোকন, আকবর আলী, শফিক মিয়া, হাবিব মিয়া, ফুয়াদ মিয়া, ফজল মিয়া, মামুন মিয়া, হাসান মিয়া, রনি মিয়া, হাসন মিয়া, লোকমান মিয়া, আলাউদ্দিন, জুয়েল, আবুল কালাম, মামুন, ইসাত, রাসেল, রিয়াজ, শের আলী, টিটু, আহাদ, বাদল, কাসেম, অসীম, পিন্টু প্রমুখ।