স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আনোয়ারপুরে সংঘর্ষে আহত মিন্নত আলী (৬০) এর অবস্থা সংকটাপন্ন। মাথায় আঘাত পাওয়ায় অজ্ঞান অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাত ৮টায় প্রেরণ করা হয়। সে ওই গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র।
আহত সূত্রে জানা যায়, আনোয়ারপুর গ্রামের শুকুর মিয়ার পুত্রের সাথে মিন্নত আলীর পুত্রের ঝগড়া হয়। এর জের ধরে শুকুর মিয়া, নুরুল ইসলামসহ একদল লোক ২৯ জুলাই রাত ৮টায় মিন্নত আলীর উপর চড়াও হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।