প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ে সিপিবি-বাসদের সভায় বক্তারা বলেছেন, আওয়ামীলীগ-বিএনপি কেন্দ্রীক দ্বি-দলীয় জোটের অপরাজনীতি দেশটাকে আইয়ামে জাহেলিয়াতের যুগে নিয়ে যাচ্ছে। একপক্ষ ক্ষমতায় যাবার জন্য সাধারণ মানুষকে পেট্রোল বোমায় পুড়িয়ে মারে। আরেক পক্ষ ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে গুলি করে মারে। সরকার দলীয় সন্ত্রাসীদের কারণে অতীতে মায়ের কোলের সন্তানের জীবনের নিরাপত্তা বিঘিœত হয়েছিল। আর এখন এদের কারণে মায়ের গর্ভের সন্তান পর্যন্ত নিরাপত্তাহীন। এই দুই জোটের সন্ত্রাস ও দুর্নীতি নির্ভর রাজনীতি মুষ্টিমেয় লোককে ধনী আর সিংহভাগ লোককে নিঃস্ব করে দিচ্ছে। অতীতে হাওয়া ভবনের নামে হাজার হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ লোটপাট করেছিল জামায়াত-বিএনপি জোট। পরবর্তীতে শেয়ার মার্কেট, ডেসটিনি, হলমার্ক, যুবক, কুইক রেন্টাল ইত্যাদি নামে লাখ লাখ কোটি টাকা লুটপাট অব্যাহত রেখেছে আওয়ামী মহাজোট। জনগণকে রাজপথে নেমে এই দুই জোটের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। দুই জোটকে প্রত্যাখ্যান করে সিপিবি-বাসদের নেতৃত্বে বাম বিকল্প জোটকে শক্তিশালী করে ক্ষমতায় নিয়ে আসতে হবে। এছাড়া দেশবাসীর মুক্তির বিকল্প পথ নেই। উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড এমদাদুর রহমান চৌধুরী কাওছারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিপিবি নেতা ইমদাদুল হোসেন খান, আব্দুল হক মামুন, জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ, উপজেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক প্রদীপ সরকার, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান তারেক প্রমূখ।