সংঘর্ষ ॥ দেশীয় অস্ত্র উদ্ধারস্টাফ রিপোর্টার ॥ বৃন্দাবন কলেজে ফের ছাত্রলীগ দু’গ্র“পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কলেজ ক্যাম্পাস থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। গতকাল শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, কলেজ ছাত্রলীগ কর্মী এনামুল ও রুমেলের সাথে উমেদনগর এলাকার ছাত্রলীগ কর্মী ঝুনু, মিনহাজ ও মিলুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল উভয় পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা আতংকগ্রস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে আতংকগ্রস্ত শিক্ষার্থীরাই পুলিশকে খবর দিলে এসআই ওমর ফারুক ও ওয়াহেদ গাজীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ সময় কলেজ ক্যাম্পাসে তল্লাশী চালিয়ে ৩টি রামদা, ৫টি লোহার পাইপ, একটি চেইন ও ২টি স্ট্যাম্প উদ্ধার করে পুলিশ।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ কলেজ কর্তৃপক্ষের নিরবতার কারণেই বার বার এ ঘটনা ঘটছে।
হবিগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, হালকা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ কলেজ ক্যান্টিনের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে অস্ত্রগুলো কে বা কারা রেখেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।