স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষে বানিয়াচং জনাব আলী ডিগ্রী কলেজে নবীণ বরণ অনুষ্ঠান পন্ড হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া নবীণ ছাত্র-ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণের জন্য নবীণ বরণ অনুষ্ঠানের আয়োজন করে। বক্তৃতা পর্ব শেষে ফুল দিয়ে বরণ করার প্রাক্ষালে দক্ষিণ বানিয়াচং ও উত্তর বানিয়াচং-এর দুই দল ছাত্রলীগের নতুন কর্মী আধিপত্য বিস্তারের চেষ্টা করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অনুষ্ঠান পন্ড হয়ে যায়। এসময় উপর তলার অনুষ্ঠানস্থলের সংঘর্ষ মাঠে গিয়ে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এতে আকাশ পান্ডে নামে এক ছাত্রলীগ কর্মী ছুরিকাঘাতসহ অন্তত ৫ জন আহত হয়। গুরুতর আহত আকাশ পান্ডেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়। ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানার এসআই আরিফের নেতৃত্বে পুলিশ ক্যাম্পাসে পৌঁছায়। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আকাশ সমর্থিতরা দক্ষিণ বানিয়াচংয়ের এক সিনিয়র ছাত্রলীগ নেতার নাম উল্লেখ করে তার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন। কিন্তু ওই সিনিয়র নেতা অভিযোগ অস্বীকার করে বলেন, ভবিষ্যতে উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আমার আসার সম্ভাবনা রয়েছে বুঝতে পেরে একটি মহল মিথ্যা অভিযোগ তুলে চক্রান্ত করছে। উপজেলা ছাত্রলীগের সম্পাদকমন্ডলীর একাধিক সদস্যসহ অনেকে সংঘর্ষের সত্যতা স্বীকার করে জানান, ছাত্রলীগের নতুন কর্মীদের পাশাপাশি অনেক বহিরাগত সংঘর্ষে জড়িত হয়েছে। ঘটনার জের ধরে সন্ধ্যার পর বড়বাজারে উপজেলা ছাত্রলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সংঘর্ষে জড়িত নবীণ কর্মীদের নাম-পরিচয় জেনে ব্যবস্থা নেয়াসহ বহিরাগতদের ব্যাপারে কি করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম সোহেলের মতামত জানতে চাইলে তিনি এসব অস্বীকার করে বলেন, কলেজে কোন মারামারি হয়নি। জুনিয়র কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। সভায় আগামীতে ছাত্রলীগের উদ্যোগে কলেজে নবীণ বরণ অনুষ্ঠান করার জন্য কোন শিল্পী আনা যায় সে সম্পর্কে আলোচনা হয়েছে বলে তিনি জানান।