প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ সংলগ্ন অত্যাধুনিক মনোরম পরিবেশে অবস্থিত ‘ক্যাফে তাজ রেস্তোরার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রউফ ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে রেস্তোরার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাফে তাজ রেস্তোরার মালিক হুমায়ুন কবির, বধুবন রেস্তোরার মালিক ও বিশিষ্ট মুরুব্বি মোঃ মধু মিয়া, আনোয়ারপুর লিটল ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুলের পরিচালক ফরহাদ হোসেন টিটু, বিশিষ্ট ব্যবসায়ী অলিউর রহমান অলি প্রমুখ। পরে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদ মাদ্রাসার প্রধান শিক্ষক ও ফায়জানে মদিনার প্রিন্সিপাল হাফেজ মোঃ আমিরুল হক। মিলাদ মাহফিলে শহরের ব্যবসায়ী, সাংবাদিক, গণমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশ গ্রহন করেন।